PDF | Hiya By Rupak Saha – Download

Hiya By Rupak Saha - zbooks.in

PDF Title Hiya By Rupak Saha
Pages 153 Pages
PDF Size 4.7 MB
Language Bangla
Sub-Category

Hiya By Rupak Saha – Download

সকাল থেকেই মনটা একটু চঞ্চল হয়ে আছে। ব্যাঙ্ক ম্যানেজার স্বপন মুখার্জি আজ ইন্সপেকশনে আসবেন। সকাল আটটার মধ্যেই মিত্তির কাকাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছি। ন’টার মধ্যে পৌঁছে যাবেন গণেশ আযাভেনিউ আর মিশন রো-র মোড়ে। স্বপনবাবুকে দশটার সময় ব্যাঙ্ক থেকে তুলবেন) ডোমজুড় আসতে আসতে প্রায় এগারো, সোয়া এগারোটা। সুপ্রতিমবাবুর কথা মতো কাল ব্যাঙ্ক গেছিলাম। প্রায় পঞ্চাশ লাখ টাকার প্রোজেক্ট। এই মন্দার বাজারে লোন দেওয়ার আগে ব্যাঙ্ক তিনবার ভাববেই। এর আগে দু’টো ব্যাঙ্ক ঘুরেছি। ম্যানেজারদের প্রোজেক্টেড ব্যালান্স শিটও দিয়ে এসেছি। এক মাস ঘুরিয়ে ওরা না বলে দিয়েছেন। সত্যি বলতে কী, মনে মনে একটু দমে গেছি ওদের ব্যবহারে। মা দু’টো ফিক্ুড ডিপোজিট রেখে গেছিল সাত লাখ টাকার। সেই দু’টো ভেঙে কারখানার মেরামতির কাজ করেছি। বারো-চৌদ্দজন ইতিমধ্যেই কাজে লেগে গেছে। তাদের মাইনে দিতে পারব না, যদি স্বপনবাবু মুখ ফিরিয়ে নেন। কাল যখন ইউ বি আই-তে যাই, স্বপনবাবু ব্যস্ত ছিলেন। চিরকুট পাঠাতেই ডেকে পাঠালেন। ভু কুঁচকে জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার?” “সুপ্রতিম ঘোষাল আমাকে পাঠিয়েছেন।” এক মুহূর্ত চিন্তা করেই স্বপনবাবু বললেন, “ও, ডোমজুড়ের সুপ্রতিমবাবু? বসুন। বসুন। কেমন আছেন উনি?” “ভাল।”

Download PDF