Malyaban :: PDF

Malyaban - Jibanananda Das

PDF Title Malyaban
Pages 166 Pages
PDF Size 8.5 MB
Language English
Sub-Category
Source Amit Mansa

 

Malyaban – Download

জন্যে নিচের ঘরটা গোছাচ্ছিলাম, মেজবৌঠান বললে, ঘরটাকে শালগ্রামটি মেসের কামরার মতোই ক’রে রেখেছে দেখছি__” “তাই নাকি? তুমি কী বললে?” “বলব কী আর। বুদ্ধি খরচ ক’রে কথা বলতে হলে চুপ ক’রে থাকতে হয়। মাল্যবান চারদিকে চোখ পাঁকিয়ে তাকালে, একটা টেকুর তুলল, গৌঁফের কোণায় একটা মোচড় দিয়ে বলল, “মেজ বৌঠান যা খুশি তা বলুন। আমার স্ত্রী-সম্তান নিয়ে নিজের মনের ভাবে থাকবার অধিকার আমার রয়েছে। আমার যা খাসদখল, তা ফেলে মেসে গিয়ে আমি থাকব? মাল্যবান একটা চুরুট জ্বালিয়ে নিয়ে বললে,

“স্বামীকে কি মেজ বৌঠান মেসে পাঠিয়ে সুখ করেছেন? উৎপলা টিলে খোঁপা খসিয়ে ফেলে চুলের গোছা হাতে তুলে অঁট ক’রে খোঁপা বীধতে বাধতে বললে, “ওদের তো আর আমাদের মতো নয়__* হয়েছে, হয়েছে” মাল্যবান শিংশপা রাক্ষসীকে কাছে না পেয়ে দীত দিয়ে কামড়ে চুরুটটাকে সেপাট করতে-করতে বললে, “পাঁচ রকম দশ রকম, সব রকম জানা আছে আমার। ল্যা-ল্যা করতে-করতে আমি পরের বাড়ি চড়াও করতে যাই না তোমার থাকব-__শালগ্রাম হব, শিবলিঙ্গ হব-__যা খুশি হব-_ওদের কী-_+ উৎপলা মেজাজ না চড়িয়ে ঠাণ্ডা ভাবেই বললে, “ঠিক কথাই তো। তবে কালকে হবে না। আট-দশটা দিন পরে এসো, নিচের ঘরটা তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা হচ্ছে